ওভারলোডিংয়ের প্রাপ্ত মজুরি ও বকেয়া প্রদানসহ কয়েকটি দাবিতে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রামের ঘাট গুদাম মাঝি ও শ্রমিকরা। নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় ঘাট-গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
ঘাট-গুদাম শ্রমিক লীগ ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলী বলেন, ঘাট ও গুদাম ইউনিয়নের আওতাধীন ১১টি ঘাট একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা ওভারলোডিংয়ের অতিরিক্তি পাওনা থেকে বঞ্চিত। তারা আমাকে বিষয়টি জানালে আমরা প্রতিটি ঘাটে কন্ট্রাক্টর ও ইমপোর্টারদের বিষয়টি অবগত করি। শ্রমিকদের দাবি, যে নিয়মে ৬ থেকে ১১ টন মাল লোডিংয়ের কথা আছে, সেভাবেই নিয়ে যাক। যদি ওভারলোডিং করে তাহলে শ্রমিকদের অতিরিক্ত বকশিশ প্রদান করুক। কিন্তু তারা তা আমলে নেয়নি। সেজন্য তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পলাশ বলেন, প্রতি ট্রাকে ৬ টন থেকে ১১ টনের বিপরীতে ৩৫ টন থেকে ৪০ টন পর্যন্ত ঝুঁকিপূর্ণ ওভারলোডিং করা হচ্ছে। ওভারলোডিংয়ের জন্য অতিরিক্ত ৪ জন লোকের প্রয়োজন হয়। এই ঘাট-গুদামে দীর্ঘদিন ধরেই ওভারলোডিং হচ্ছে। কিন্তু অতিরিক্ত শ্রমের মূল্য পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের দাবি, সংশ্লিষ্টরা যেন বিষয়টি আমলে নেন এবং লেবারদের পাওনা বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল ও ইয়ার উদ্দিন।












