ঘাটে নৌকা বাঁধা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পটিয়ায় মো. ফাহিম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখের টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নজরুল ইসলামের পুত্র।
কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম খোকন জানান, নিহত ফাহিমের বাড়ি উপজেলার কাশিয়াইশে। সে একজন কোরআনের হাফেজ। সে টিকটক করায় তার বাবার বকা খেয়ে গত আড়াই মাস পূর্বে লাখেরায় তার বোনের বাড়িতে চলে আসে। সেখানে তার ভগ্নিপতি নেজাম উদ্দিন রিপনের বালি ও সিমেন্টের ব্যবসা দেখাশুনা করছিল। দোকানের পিছনেই একটি খাল রয়েছে। সেখানে একটি বাঁশের সাথে নৌকা বাঁধা নিয়ে ঘাতক রানার সাথে গত শনিবার তর্কাতর্কি হয়। বিষয়টি ওইদিনই মীমাংসা হয়ে যায়। এরপর রোববার সকালে এক ঘটনায় ভগ্নিপতির দোকানের পাশেই ঘাতক রানা ফাহিমকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেলেই সেখানে মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনার পর ঘাতক রানার পিতা মান্নানকে এলাকায় মারধর শুরু করলে তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিরাপদে সরিয়ে দেয়া হয়।
এদিকে ঘটনার পর পটিয়া থানা ও কোলাগাঁও পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রানাকে কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করে। রানা কোলাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মো. আব্দুল মান্নানের ছেলে।
পটিয়া থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার বরেন, শনিবার ঘাটে নৌকা রাখাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেখানে দুজনের মধ্যে ঘটনাটি মিমাংসা হয়। কিন্তু রোববার সকালে একই ঘটনার সূত্রে ধরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।