ঘাগড়া-বড়ইছড়ি সড়কে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ রাঙামাটির উদ্যোগে ঘাগড়া বড়ইছড়ি সড়কে বিভিন্ন প্রজাতির ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঘাগড়া সেতু সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বন সংরক্ষক মো. মিজানুর রহমান, পার্বত্য দক্ষিন বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো. শোয়াইব খান, মো. জাহিদুর রহমান মিয়া, মো. সোহেল রানা, উত্তর বন বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বিভাগের সহকারি বন সংরক্ষক মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশুলকবহর ওয়ার্ড যুবলীগের সভা
পরবর্তী নিবন্ধসাতকানিয়া বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ