ঘাগড়াকুল সাধনানন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ঘাগড়াকুল সাধনানন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব বিহার প্রাঙ্গণে গত বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঙ্গলাচরণ করেন মোহাম্মদপুর সার্বজনীন শালবন বিহারের অধ্যক্ষ দেবমিত্র ভিক্ষু। প্রধান জ্ঞাতি ছিলেন ইছামতী ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবির। রাজানগর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ইন্দ্রাচারা মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মুক্তি সাধন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ সৈয়দ তালুকদার, জামাল উদ্দিন।

ধর্মদেশক ছিলেন শিক্ষক শাসনবংশ মহাস্থবির, সুনন্দ মহাস্থবির, সাধনানন্দ স্থবির, উত্তমানন্দ থের, জ্ঞানবংশ থের, স্বরূপানন্দ ভিক্ষু, অতুলানন্দ ভিক্ষু, তপানন্দ ভিক্ষু, ক্ষেমালংকার ভিক্ষু, সুনিতি প্রিয় ভিক্ষু, সুমনরক্ষিত ভিক্ষু।

বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি তপন বড়ুয়া, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, কোষাধ্যক্ষ দিলীপ বড়ুয়া, তিরত্ন সংঘের প্রচার সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া প্রমুখ। সঞ্চালনা করেন সচিন বড়ুয়া ও বিটন বড়ুয়া। এদিকে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে এদিন সকাল থেকে প্রভাত ফেরী, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিষ্কারসহ সংঘদান, পিন্ডদান এবং পায়েল বড়ুয়া ও পিয়াল বড়ুয়ার পরিবেশনায় ধর্মীয় সংগীত পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধবৃদ্ধাশ্রমে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উপহার প্রদান