ঘর থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের খান সাহেবের মাজার সংলগ্ন একটি ঘর থেকে শহিদুল ইসলাম (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশ। স্থানীয়রা জানায়, মৃত শহিদুলের বাড়ি নোয়াখালী জেলায় হলেও গত ২ বছর ধরে সে এখানে বসবাস করছে। সে প্লাস্টিকের বোতল কুড়িয়ে ও ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজারের দেখাশোনা করার সুবাদে মাজারের মালিকানাধীন একটি টিনশেড রুমে থাকতো শহিদুল। এখানে তার পরিবারের কেউ নেই। তবে তার বাড়ি নোয়াখালী জানিয়ে ছিল সে। বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর শুক্রবার দুপুর পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করি। ওই ঘরে লোকটি একা থাকতো এবং পরিবারের কেউ নেই। এছাড়া শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ভবিষ্যতে ওই ব্যক্তির পরিবার এসে তথ্য জানতে চাইতেও পারে, তাই লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়ার প্রচার ও বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধজুলাই মাসে নিহতদের স্মরণে দোয়া মাহফিল