উখিয়ায় মো. ইসহাক (৫০) নামে এক রোহিঙ্গাকে গতকাল বুধবার সকালে সশস্ত্র সন্ত্রাসীরা ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে বলে খবর পাওয়া গেছে। এর পর দুপুর ১২টার দিকে কুতুপালং ২/ইস্টের ক্যাম্পের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের বিছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী ‘আরসা’ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন। নিহত রোহিঙ্গা উখিয়ার ৭ নম্বর ক্যাম্পের ব্লক–১ এর মো. রশিদের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নিহতের পরিবারের বরাতে জানান, গতকাল বুধবার সকাল ৭টার দিকে ৬/৭ জনের একদল অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসীরা ইসহাককে তুলে নিয়ে যায়। পরবর্তীতে দুপুর ১২টার দিকে ক্যাম্প–২/ইস্টের ব্রিজের নিচে তার মরদেহ পাওয়া যায়। নিহতের চোখের উপর, হাত এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।












