উখিয়ার বালুখালী ক্যাম্পে আবারো এক রোহিঙ্গা খুনের শিকার হয়েছে। ঘর থেকে তুলে নিয়ে পাশের খালি মাঠে তাকে গলা কেটে ও গুলি করে হত্যা করে ফেলে যায় সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাতে উখিয়ার বালুখালী ৮/ডব্লিউ ক্যাম্পে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহতের স্বজনরা জানান, শনিবার রাত ১১ টার দিকে অজ্ঞাতনামা ৮/১০ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এ–ই/৫০ ব্লকের রোহিঙ্গা সৈয়দ আলমকে বসত ঘর থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক ধরে নিযে যায়। অপহৃত সৈয়দের আত্মীয় স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি।
গতকাল রোববার ভোরে স্থানীয় রোহিঙ্গারা ফজরের নামাজ শেষে ফেরার পথে এ/৫০ ব্লকের জনৈক খায়রুল বশরের বসত ঘরের দক্ষিণে ফাঁকা জায়গায় অপহৃত সৈয়দ আলমের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। হত্যার শিকার সৈয়দ আলম (৪০) উক্ত ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ওসি জানান।












