ঘরে বসে কাটা যাবে চট্টগ্রাম চিড়িয়াখানার টিকিট

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

ফয়’স লেক সংলগ্ন চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো চালু করা হয়েছে ই-টিকিটিং। ঘরে বসেই কাটতে পারবে টিকিট (www.chittagongzoo.gov.bd) গতকাল সোমবার দুপুরের দিকে এ সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান। খবর বাংলানিউজের। প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছর পর চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীদের জন্য চালু হয়েছে প্রভিডেন্ট ফান্ডও। আর চিড়িয়াখানার প্রাণী পরিবহন, খাদ্য পরিবহন ও বিবিধ কাজের জন্য কেনা হয়েছে একটি পিকআপ গাড়ি। আগামী দুই মাসের মধ্যে চিড়িয়াখানায় আসছে বিভিন্ন প্রজাতির প্রাণীও।

পূর্ববর্তী নিবন্ধঅল্পের জন্য রক্ষা পেল চট্টলা এক্সপ্রেস
পরবর্তী নিবন্ধতদন্ত হচ্ছে টিসিবির পণ্য জব্দের ঘটনা