ঘরে ঢুকে পাগলা মহিষের আক্রমণ বৃদ্ধের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে পালিয়ে আসা একটি পাগলা মহিষ তাণ্ডব চালায়। এ সময় ঘরে ঢুকে আক্রমণ করলে মীর আহমেদ নামে এক বৃদ্ধের ঘটনাস্থলে মৃত্যু হয়। এছাড়া আরও একজনকে আহত করে ওই মহিষটি।

গত সোমবার রাত ৮টায় উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের আজিম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মীর আহমেদ ওই এলাকার মৃত হামিদ আলীর ছেলে। তবে আহত অন্যজনের নাম জানা যায়নি।

বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন সমিতিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য নুরুল আলম। তিনি বলেন, মহিষটি হঠাৎ এসে আজিম মুন্সির বাড়ির একটা জরাজীর্ণ ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে যায়। ওই ঘরে সামনের রুমে থাকা বৃদ্ধ মীর আহমেদকে পায়। সেখানে মহিষটি তার পায়ে, বুকেসহ শরীর বিভিন্ন জায়গায় আঘাত করে।

তিনি বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে এসেছিল। ওসি এবং ইউএনওর সঙ্গে কথা বলে আমরা মরদেহটি মঙ্গলবার সকালে দাফনের সিদ্ধান্ত নিই।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের ২য় বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধখেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থী নিহত