মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় পাগলা কুকুরের কামড়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রনিসহ অন্তত ২০ নারী–পুরুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ছয় জনকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ১৫ নম্বর ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, বৃহস্পতিবার ভোরে নিজ ঘরে ফজরের নামাজ পড়ছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রনি। এ সময় একটি পাগলা কুকুর অতর্কিত ঘরে ঢুকে তার উপর হামলে পড়ে পায়ে, মুখে ও হাতে কামড়ে গভীরভাবে রক্তাক্ত করে গুরুতর আহত করে। এসময় তার বোন এগিয়ে এলে তাকেও কামড়ে আহত করা হয়।
এরপর একে একে আক্রমণ করে একই গ্রামের বৃদ্ধা বিবি ফাতেমা (৭০), মো. মোস্তফা (৪৫), রবিউল হোসেন (৪৩), আব্দুল মান্নান (৪২), রহিম উদ্দিন (৩৮), রফিক উদ্দিন (৩২), ফকির আহাম্মদ (৫০), হালিমা বেগম (৪২), মোহাম্মদ মিয়া (৪৬), বাবুল (৪৫) সহ অন্তত ১৯ জনকে। এছাড়া কয়েক জনের গৃহপালিত গরু ও ছাগলকেও কামড় দিয়েছে একই পাগলা কুকুরটি। আহতদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, আহতদের মধ্যে অনেককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বিবি ফাতেমা ও মো. মান্নানসহ কয়েকজনকে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ ক’জন হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ জন ভর্তি আছে।