বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, প্রতিটি মুসলমানকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ভূমিকা রাখতে হবে। প্রতিটি পাড়ায়, মহল্লায় ও ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। দ্বীনের দাওয়াত জনে জনে পৌঁছে দেয়ার জন্য কুরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যয়নের কোনো বিকল্প নেই।
৩৯ নম্বর দক্ষিণ হালিশহর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের গণ টিএস বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড জামায়াতের আমীর মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ইপিজেড থানা জামায়াত আমীর মুহাম্মদ মোকাররম। প্রেস বিজ্ঞপ্তি।