ঘরের সবাই বিয়ের অনুষ্ঠানে, স্বর্ণ ও দলিলপত্র নিয়ে গেল চোরের দল

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৩:৪২ অপরাহ্ণ

বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড নুরুল হুদার নতুন বাড়ির বেগম নজুমিয়া মঞ্জিলের পরিবারের সদস্যরা।

সকালে এসে দেখেন গেটের তালা ঠিক থাকলেও ঘরের তালা ভাঙা এবং ভিতর থেকে লক করা। ঘরের পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকতেই দেখেন ঘর এলোমেলো। বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য শাহনাজ বেগম বলেন, আমার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। এসে দেখি ঘর চুরি হয়ে গেছে। ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, তিনটি মোবাইল ও ঘরের দলিলপত্র নিয়ে গেছে।

ঘরে সিসি ক্যামেরা থাকায় ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়, যাতে চোরকে সনাক্ত করতে না পারি। ঘরের দেওয়াল পার হয়ে চুরি করেছে। ঘরের সামনের গেটের তালাগুলো সুরক্ষিত অবস্থায় ছিল। ঘরের ভিতরের দরজার তালাগুলো ভেঙেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সচরাচর জায়গা জমির কাগজ চোর নিয়ে যায় না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-আগুন
পরবর্তী নিবন্ধ‎পেকুয়ায় অজ্ঞান পার্টির ৮ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার