বগুড়ার ধুনটে বসতঘরের মেঝে খুঁড়ে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, ওই নারীকে হত্যা করেছে তারই মা। গতকাল শনিবার বিকালে ধুনট পৌরসভার চান্দারপাড়া গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, স্বামী ছেড়ে যাওয়ার পর থেকে মর্জিনা খাতুন (৩৬) চান্দারপাড়ায় মা রওশনারা বেগমের (৫৫) সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে ফোন করে মর্জিনার খোঁজ পাচ্ছিলেন না ঢাকায় অবস্থানরত তার ছেলে। এরইমধ্যে রওশনারা বেগম বসতঘরে তালা দিয়ে ঢাকায় চলে যান। দুই দিন আগে তিনি বাড়িতে ফিরলে মর্জিনার খোঁজ করেন প্রতিবেশীরা। রওশনারার অসংলগ্ন উত্তর শুনে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ, এক পর্যায়ে রওশনারাকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল ৪টার দিকে শয়ন ঘরের মেঝের মাটি খুঁড়ে তার মেয়ের লাশ উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।












