পটিয়ায় পৃথক দুটি বসতঘর থেকে ১০টি বিষধর পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বৃহস্পতিবার উপজেলার ধলঘাট ও ছনহরা ইউনিয়ন থেকে এ সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বর খাইন চৌধুরী পাড়া এলাকার জাহেদুল হকের বসতঘরে বাড়ির লোকজন অনেকগুলো সাপ দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়েন। পরবর্তীতে তারা স্নেক রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করলে টিমের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি ও ইমদাদ হোসেন নান্নু সেখানে গিয়ে ঘরের মেঝে গর্ত করে চারটি সাপের বাচ্চা উদ্ধার করেন। তারা নিশ্চিত করেন এগুলো বিষধর পদ্ম গোখরা। অন্যদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছনহরা ইউনিয়নের ডাউরডেঙ্গা এলাকার মনজুর সওদাগরের বসতঘর থেকেও ঘরের মেঝে খুঁড়ে ছয়টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
স্নেক রেস্কিউ টিমের ইমদাদ হোসেন নান্নু বলেন, চট্টগ্রামসহ দক্ষিণ অঞ্চলে বছরের এসময় এই সাপ প্রচুর পরিমাণে পাওয়া যায়। অনেক সময় লোকজন আতংকিত হয়ে সাপ মারতে গিয়ে নিজেরা কামড়ের শিকার হয়ে থাকেন। স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করলে তারা মানুষ এবং সাপ উভয়ের সুরক্ষা নিশ্চিত করে সাপ উদ্ধার এবং সেগুলোকে সঠিক পরিবেশে অবমুক্ত করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় কাজ করে।












