ঘরম ভীষণ গরম আসাদ মাহমুদ | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ (৩২,১০০) বৃষ্টির দেখা নাই চাতক পাখির অপেক্ষা বৃষ্টি চাই-ই চাই। বৃষ্টিতে ভিজতে মজার শেষ নাই। জ্বর হলে হোক নেই পরোয়া নাই। মেঘ-বৃষ্টি গেল কোথায় চলো খুঁজে আনি আকাশেতে মেঘের বাড়ি জানি আমরা জানি।