ঘরবন্দি সময়ে এলো বৈশাখ

নেই কোনো কোলাহল, অনলাইনে উদযাপন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

দখিন দুয়ার খুলে বাঙালির ঘরে আজ ফিরে আসছে বৈশাখ। ১৪২৮ বঙ্গাব্দের প্রথম দিন। তবে এবারও ‘গৃহবন্দি’ পহেলা বৈশাখ উদযাপিত হবে গত বছরের মতো। কেননা মহামারি করোনার দাপটে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। জীবনকে সামাজিক দূরত্বের শৃঙ্খলে আরো কঠোরভাবে আবদ্ধ করা এখন আরো দরকার। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ডিসি হিল কিংবা সিআরবির মুক্ত মঞ্চে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে শুরু হবে না নববর্ষ উদযাপন। চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রাও বের হবে না। থাকছে না আয়োজনের ঘনঘটা। তবে, নতুন বছরকে কীভাবে বরণ করবে মানুষ? গত বছরের মতো অনলাইনে পালিত হবে পহেলা বৈশাখ। প্রযুক্তির সহযোগিতায় উৎসব উদযাপনেতো কোনো বাধা নেই। বাধা নেই দূর থেকে বাঙালির সংস্কৃতি আর মানুষকে ভালোবাসাতেও। তবে বৈশাখ মানে খাঁ-খাঁ চৈত্রের শেষে এক দামাল ছেলের আগমন। প্রকৃতিতে একই সঙ্গে নিয়ে আসে ঝড়, বৃষ্টি আর তাপদাহ। যেন পুরনো সব কিছুকে ভেঙে চুরে নতুন এক যাত্রা। জরাজীর্ণ আর অপ্রাপ্তির দিন শেষে শুরু হয় নতুন বছর, নতুন সকাল। যা থেকে রবীন্দ্রনাথের কামনা ‘অগ্নি স্নানে শুচি হোক ধরা’। আজ পহেলা বৈশাখ। শুভ নববর্ষ।
গত বছরের মতো এবছরও এক বিরুদ্ধ সময়ে নতুন বছরকে স্বাগত জানাতে হচ্ছে, যখন এ দেশ তথা পুরো বিশ্বে মানব জাতি এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। খাঁটি করুণ বাস্তবতায় মানুষ মানুষের পাশে দাঁড়াতে চাইছে না। এমনিতেই আধুনিকতার নামে মানুষ তার আমিত্ব জাহিরে ব্যস্ত সদা। করোনাভাইরাস যেন মানুষের সেই আমিত্বকেই জিইয়ে রাখতে চাইছে প্রাণপণে। মানুষ তার ভুল বুঝতে পেরে সামাজিক হওয়ার প্রাণপণ চেষ্টা করছে, পারছে না।
বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক এ সার্বজনীন উৎসবের দিনটি সরকারি ছুটির দিন। নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র রেজাউল করিম প্রমুখ।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক, একুশে পদক প্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার আজাদীকে বলেন, এবারও আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারছি না। সরকারি বিধি নিষেধ আছে। তার উপর প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা প্রথম দিকে ভেবেছিলাম আড়াই ঘণ্টার প্রভাতী একটি অনুষ্ঠান করব ডিসি হিলে, সীমিত পরিসরে। এ নিয়ে কথাও হয়েছিল। কিন্তু এখন যে মহামারি শুরু হয়ে গেছে; এই সময় সরকারও দেবে না, আর আমাদেরও করাটা সমীচিন হবে না। এটার বিকল্প হিসেবে হতে পারে অনলাইনে উদযাপন। কিন্তু অনলাইনেতো সম্মিলিতভাবে উদযাপন করার সুযোগ নেই। কারণ আমাদের অনুষ্ঠানে ৯০টা সংগঠন অংশ নেয়। এখন অনলাইনে সকলের অংশগ্রহণতো সম্ভব নয়। তাই তাদের বলেছি, তারা যদি অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করে, আমরা তাদের সাথে আছি। গতবছর খুব অসহায় লেগেছিল, আয়োজন না করতে পেরে। আর এবছর যেভাবে মৃত্যু হার বাড়ছে, সেটি বিবেচনা করে পহেলা বৈশাখ উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা করছি না। তবে আমার ব্যক্তিগত ফিলিংস হলো, আমি যদি ডিসি হিলে যেতে না পারি, সে গাছের তলায় থাকতে না পারি, তার ছায়াটা না পাই, তাহলে সে অনুভবটা হয় না। ওটা অনলাইনে হয় না। কারণ ভালোবাসার কথা বলতে হলে কাছে আসতে হবে। সেই কাছে আসাটাতো যাচ্ছে না।
শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বলেন, প্রতি বছরের মতো উন্মুক্ত স্থানে বর্ষ বিদায় ও বর্ষ বরণের অনুষ্ঠান আমরা করতে পারছি না। তবে অনলাইনে সেটা করছি। আমরা সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু করবো। সেখানে আবৃত্তি থাকবে, কবিতা পাঠ থাকবে, কথামালা থাকবে, সঙ্গীত থাকবে, নৃত্য থাকবে। আমরা চাইছি, অনলাইনে হলেও মনের অভিব্যক্তিটা তুলে ধরতে। এটি শিল্পীদের পাশাপাশি নানা ধর্মের নানা বর্ণের মানুষের কষ্টের জায়গা যে আমরা গত দুই বছর ধরে এত বড়ো একটা অনুষ্ঠান আয়োজন করতে পারছি না। এখন এর মাধ্যমে আজন্ম লালিত বাঙালি সংস্কৃতি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি কিনা, সে ভাবনাটাও মনে কাজ করছে। সংস্কৃতি চর্চার পরিসরটা যতো বেশি ছোট হয়ে আসবে, আজকের যে মৌলবাদ, যে জঙ্গিবাদ, এদের আস্ফালন ততোটাই বেড়ে যাবে। আমাদের এ ধরনের সংস্কৃতির যে উৎসবগুলো আছে, কোন ভাবে এ উৎসবগুলো আয়োজনের ব্যবস্থা করা যায় কিনা সেটা ভেবে দেখার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাব।
কান্না বাড়ছে। খিদে বাড়ছে। অভাব, অনটন, অনিশ্চিয়তাও সঙ্গে বাড়ছে। প্রকৃতির কাছে আজ ‘উন্নত’ মানুষ বড্ড অসহায়। নিজেদের সুস্থ থাকার প্রার্থনার সঙ্গে সঙ্গে, পরিবেশকে ভালো রাখার দায়িত্বটাও না হয় নিয়ে নেওয়া যাক। নতুন ভোর নিয়ে আসুক ১৪২৮। মুছে যাক বিশ্ব জুড়ে ব্যাধি। ফের শুরু হোক সুস্থতার কোলাহল। কালো গহ্বরে ঢুকে যাক মারণ ভাইরাস করোনা। একদিন ঝড় থেমে যাবে, বিপর্যয় কাটিয়ে ‘সুস্থ’ হবে নতুন বছর। সুস্থ হবে বিশ্ব।

পূর্ববর্তী নিবন্ধমাহে রমজানের সওগাত
পরবর্তী নিবন্ধজীবন আগে, কষ্ট হলেও ঘরে থাকতে হবে : প্রধানমন্ত্রী