ঘন কুয়াশায় জাহাজের সঙ্গে ধাক্কা, কর্ণফুলীতে ডুবল লাইটারেজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:৪৮ পূর্বাহ্ণ

৫ কোটি টাকার বেশি দামের আমদানিকৃত স্ক্র্যাপ নিয়ে একটি লাইটারেজ জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে গেছে। অপর একটি জাহাজের সাথে সংঘর্ষের পর স্ক্র্যাপবাহী জাহাজ এমভি টিটু৮ ডুবে যায়। গত শনিবার গভীর রাতে নগরীর মাঝিরঘাটের ঝুট র‌্যালি ঘাটের কাছে এই ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপের স্টিল মিলের স্ক্র্যাপ পরিবহন করছিল। এমভি টিটু৮ নামের ডুবে যাওয়া জাহাজটির মালিকও আবুল খায়ের গ্রুপ।

নৌ পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, এমভি টিটু৮ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আবুল খায়ের স্টিলের আমদানিকৃত স্ক্র্যাপ লোহা নিয়ে তীরের দিকে আসছিল। শনিবার রাতে ঘন কুয়াশার মধ্যে অজ্ঞাত একটি জাহাজের সাথে ধাক্কা লেগে স্ক্র্যাপবাহী জাহাজটির ডান পাশের মাঝ বরাবর ফেটে যায়। এরপর সেটি ডুবে যায়।

জাহাজে থাকা ১৩ জন নাবিককে একটি লাইটারেজ জাহাজ উদ্ধার করেছে। জাহাজটিতে ১২শ টন স্ক্র্যাপ ছিল। তবে ডুবে যাওয়ার আগে ওই কোম্পানি অপর একটি জাহাজ যোগাড় করে বেশ কিছু স্ক্র্যাপ লোহা খালাস করে নেয়। ডুবে গেলেও ভাটার সময় জাহাজটির কিছু অংশ ভেসে ওঠে। এটিকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের জন্য বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কোম্পানিকে নোটিশ দিয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে। তবে ডুবে যাওয়া জাহাজটি বন্দর চ্যানেলে নৌ চলাচলে কোনো সমস্যা করছে না।

পূর্ববর্তী নিবন্ধচুক্তির সব বিষয় স্বচ্ছ প্রক্রিয়ায় জনগণের সামনে আনতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন শাহজাহান চৌধুরী