ঘন কুয়াশায় কর্ণফুলীতে আটকা পড়েছে অয়েল ট্যাংকার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ১:৩০ অপরাহ্ণ

ঘন কুয়াশার কারণে কর্ণফুলী নদীতে বন্দর চ্যানেলের পাথরের বাঁধে আটকা পড়েছে ‘ওটি ফজিলত’। ট্যাংকারটিতে যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে তেল লোড করা হয়েছিল। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে ট্যাংকারটি আটকা পড়ে।

সূত্র জানায়, তেল লোড করে ডলফিন জেটি এলাকা ছেড়ে যাওয়ার সময় ট্যাংকার বন্দর চ্যানেলের বাম পাশে পাথরের বাঁধে আটকা পড়ে। এ সময় ট্যাংকার একপাশে কাত হয়ে যায়। বন্দরের একজন কর্মকর্তা জানান, জোয়ারের পানি বাড়লে দুপুরে ট্যাংকারটি নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকোনো এজেন্ডা আছে, এজন্য মিথ্যাচার করেন মাহবুব তালুকদার : সিইসি
পরবর্তী নিবন্ধটিকা ছাড়া স্কুলে যেতে পারবে না ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা