প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকারের বিষয়ে নীতি নির্ধারক ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে টানা এক মিনিট ঘণ্টা বাজিয়েছে রাঙ্গুনিয়ার শিশুরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেসরকারি এনজিও সংস্থা এওয়াকের আয়োজনে ‘আমরা ঘণ্টা বাজাই’ নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে রাঙ্গুনিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব ইছামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১২টা ১ মিনিট পর্যন্ত একযোগে প্রতিবন্ধী ও অ–প্রতিবন্ধী শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘণ্টা, থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকী এ কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রধান কনসালটেন্ট ডা. এস এম নোমান, এওয়াকের প্রধান নির্বাহী শফিউল আযম সিরাজী, সমন্বয়কারী সঞ্জিব বড়ুয়া, সহ–সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুল, থেরাপিস্ট রেজাউল করিম, সাংবাদিক জগলুল হুদা, শিক্ষক মো. আকবর শাহ, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
ক্যাম্পেইন বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারে না তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী নয় এমন শিশু, তাদের শিক্ষক, অভিভাবক মিলে এ কর্মসূচি পালনের মাধ্যমে সংশ্লিষ্ট নীতি নির্ধারণ কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করে। প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে গমনের বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করে তাদের অধিকারের বিষয়ে সোচ্চার করার উদ্দেশ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। একইদিন সিগনেচার ক্যাম্পেইন নামে পৃথক আরও একটি কর্মসূচির আওতায় শিশুদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এর আগে প্রতিবন্ধী শিশু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এওয়াকের রাঙ্গুনিয়ার ইছামতী ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ২০ জন প্রতিবন্ধী শিশুর পিতা–মাতার অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।