ঘটা করে জন্মদিন উদযাপনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না রামেন্দু মজুমদার। তাই শুভানুধ্যায়ীরা তার জন্মদিন ঘিরে বড় কোনো আয়োজনের পরিকল্পনা করলেও নিষেধ করে দেন। গতকাল ছিল তাঁর ৮২তম জন্মবার্ষিকী। এ দিনটাও সাদামাটাভাবে কাটিয়ে দেওয়ার ইচ্ছা। তবে কাছের মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ফুলঝুরি ছড়িয়ে দিচ্ছেন ঠিকই।
ঘটা করে জন্মদিন উদযাপন না করলেও সবার শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় আপ্লুত হন বলেও জানান রামেন্দু মজুমদার। জন্মদিনের সকালে তিনি বলেন, সবাই যে শুভেচ্ছা জানায়, এটা তো সবাই ভালোবাসে বলেই। সবার এই ভালোবাসাটা পেতে ভালোই লাগে। খবর বিডিনিউজের।
এক প্রশ্নে তিনি বলেন, প্রতি বছর জন্মদিনটা পরিবারের সদস্যদের নিয়েই উদযাপন করি। এছাড়া আমার নাট্যদল ‘থিয়েটার’ ঘরোয়া কিছু আয়োজন করে। ওরা বড় করে আয়োজন করার জন্য চাপাচাপি করে, কিন্ত আমি আগ্রহ দেখাই না। এবার ওদের ঘরোয়া কিছু করতেও মানা করে দিয়েছি।
আয়োজনে অনীহার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঘটা করে উদযাপন আমার ভালো লাগে না। জন্মদিনের অনুষ্ঠানে এসে সবাই অহেতুক প্রশংসা করতে থাকে, সেটা সামনে বসে শোনাটা খুব বিব্রতকর। আর এবার আমার নাতনীর শরীরটাও একটু খারাপ। তার জন্য পারিবারিক আনন্দটাও সেভাবে হচ্ছে না।
লক্ষ্মীপুরের সন্তান রামেন্দু মজুমদার কিছুদিন আগে দুই বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হয়েছেন। কয়েক বছর ধরে তিনি এ বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও। এছাড়া গত কয়েক বছর ধরে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়েরও সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মঞ্চ নির্দেশনের জন্ম ১৯৪১ সালে। ছাত্র থাকা অবস্থায় থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে বাংলাদেশের নাট্য আন্দোলনকে বেগবান করতে অগ্রণী ভূমিকা রাখেন। নাট্যসংগঠন ‘থিয়েটার’ এর সঙ্গে সম্পৃক্ত আছেন শুরু থেকেই। পাঁচ দশক ধরে নাট্যবিষয়ক পত্রিকা ‘থিয়েটার’ সম্পাদনা করছেন।