ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

মিছিলে অস্ত্র হাতে এমপি মোস্তাফিজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গত সোমবার বাঁশখালী পৌর সদরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল হয়। সেই মিছিলে অস্ত্র হাতে নেতৃত্ব দেওয়া এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ আজাদীকে বলেন, অস্ত্র হাতে এমপির মিছিলে নেতৃত্ব দেওয়ার ছবিটি পেয়েছি। অস্ত্রটি বৈধ নাকি অবৈধ, কেন তিনি অস্ত্র হাতে মিছিলে অংশ নিলেন তা তদন্তে জেলা পুলিশের বিশেষ শাখাকে (ডিএসবি) নির্দেশ দেওয়া হয়েছে। তারা তদন্ত করে জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় কাজ শুরু হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচবির ‘বি’ ইউনিটে ৭১ শতাংশই ফেল
পরবর্তী নিবন্ধ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার