ঘটনাস্থল পরিদর্শন ও পরিমাপ করে দেখল দুদকের টিম

কালুরঘাট ব্রিজের ফেরি পারাপারের অ্যাপ্রোচ সড়ক নির্মাণে ৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ মার্চ, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী থানাধীন কালুরঘাট ব্রিজের উভয় পাড়ে ফেরি পারাপারের অ্যাপ্রোচ সড়ক নির্মাণে ৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম১ কার্যালয়। গতকাল দপ্তরটির সহকারী পরিচালক এমরান হোসেন প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। অ্যাপ্রোচ সড়কের নানা প্রান্ত পরিমাপও করেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তথ্যউপাত্ত সংগ্রহ করেছেন।

সহকারী পরিচালক এমরান হোসেন আজাদীকে বলেন, কালুরঘাট ব্রিজের উভয় পাড়ের ফেরি পারাপারের অ্যাপ্রোচ সড়ক নির্মাণে দুর্নীতি হয়েছেএমন একটি অভিযোগ উঠেছে। অভিযোগটি তদন্ত করতে আমরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখেছি। পরিমাপ করেছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তথ্যউপাত্ত সংগ্রহ করেছি। এখন প্রাপ্ত তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করব। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে জেলা প্রশাসন ও চসিকের আলাদা আয়োজন
পরবর্তী নিবন্ধঅনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক