বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ, ৫ জন নিহত ও শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, বিশেষ ট্রাইব্যুনাল করে দায়ীদের শাস্তি এবং নিহত শ্রমিকদের প্রত্যেককে ২০ লাখ এবং আহত শ্রমিকদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, চিকিৎসা ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম। নেতৃবৃন্দ বলেন, বকেয়া বেতন-ভাতা দাবি করায় নির্বিচারে গুলি করা, গুলিবিদ্ধ করে ৫ জনকে হত্যা করা এবং ৩০/৩৫ জন শ্রমিককে আহত হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, ২০১৬ সালে বাঁঁশখালীতে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ গুলি করে ৪ জনকে হত্যা করে। আজ পর্যন্ত সেই ঘটনার বিচার হয়নি। তাই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র: বাঁশখালীর গন্ডামারায় শ্রমিক নিহতের প্রতিবাদে গতকাল বুধবার এক মানববন্ধন ও সমাবেশে শ্রমিক নেতারা অবিলম্বে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচারে শাস্তি দাবি জানিয়েছেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ফৌজদারহাট শিল্পাঞ্চলে অবস্থিত নাভানা গেট (চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সংলগ্ন) প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে নেতৃবৃন্দ আরো বলেন, লাইসেন্সবিহীন ঠিকাদার দ্বারা শ্রমিক নিয়োগের ফলে প্লান্টে নৈমিত্তিক ছুটি, ৮ ঘণ্টার জায়গায় ১০ ঘণ্টা বিনা ওভারটাইমে ডিউটি চালানো হয়, আইনানুগ দুই ঈদে দুই বোনাস ও বাজারের সাথে সঙ্গতিপূর্ণ বেতন বৃদ্ধি না থাকায় তাহলে শ্রম অসন্তোষ তৈরী হয়েছে যাতে মালিকপক্ষই দায়ী। টিইউসি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মছিউদদৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক দিলীপ নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্ জাহিদ, মাহাবুবুর রহমান, পাহাড়তলী-আকবরশাহ শিল্পাঞ্চল সভাপতি আবু তাহের, রাসেল হোসাইন। সংহতি বক্তব্য রাখেন যুব ইউনিয়নের নেতা আব্দুল হালিম। প্রেস বিজ্ঞপ্তি।