ঘটনাবহুল ২০২৫ বিদায় নিচ্ছে আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

আলোচিত নানা ঘটনা দুর্ঘটনার স্মৃতি রেখে আজ বিদায় নিচ্ছে আরেকটি ঘটনাবহুল বছর, ২০২৫। বন্দরনগরী চট্টগ্রামের জন্য ২০২৫ সাল ছিল উন্নয়ন, সংকট, অর্জন ও আলোচনার বছর। বছরজুড়ে নগরী ও জেলার বিভিন্ন ঘটনা জাতীয় অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা চট্টগ্রামের সীমানা ছাড়িয়েও ব্যাপক আলোচিত হয়েছে।

চট্টগ্রামে ২০২৫ সালে বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখা গেছে কিশোর গ্যাংয়ের অতৎপরতা। নির্বাচনী গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা এবং একজনকে খুন করার ঘটনা ব্যাপক আলোচিত হয়। রাউজানে ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মীর হত্যাকাণ্ডসহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনাও আলোচনায় উঠে আসে। চট্টগ্রামে শহরের কিছু অংশে অপরাধ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা যায়। আন্ডারওয়ার্ল্ড সক্রিয় হয়ে উঠার পাশাপাশি সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা পরিলক্ষিত হয়েছে। শহরে যানজট পরিস্থিতি বছরজুড়েই নগরবাসীকে কমবেশি ভুগিয়েছে। ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক বিনিয়োগের একটি বড় ঘোষণা আসে। বিশ্বমানের টার্মিনাল অপারেটরদের কাছ থেকে সাড়ে ৫শ’ মিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি বন্দর ইজারা দেয়ার বিরুদ্ধে আন্দোলনও প্রত্যক্ষ করে চট্টগ্রাম। বেশ কিছুদিন ধরে টানা আন্দোলন সংগ্রাম চলে বন্দর ইস্যুকে ঘিরে। চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং গত বছরের তুলনায় বেড়েছে। যা দেশের ব্যবসা বাণিজ্যে গতিশীলতার সূচক নির্ণয় করে।

ওয়াসার পানি সংকট নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছায়। বহু এলাকাতেই দিনের পর দিন পানি সরবরাহ না থাকার মতো ঘটনাও ঘটেছে। বছরের বিভিন্ন সময় পাহাড়কাটাসহ প্রকৃতিকে বিনষ্ট করার অভিযোগ ছিল। ঘটেছে পাহাড় ধসের মতো ঘটনাও। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা গত বছরের চেয়ে কিছুটা কম ভুগিয়েছে।

অনেকগুলো ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বড় ধরণের একটি গার্মেন্টস কারখানা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। বছরের শেষদিকে এসে সবধরণের ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত করার বিষয়টি বেশ আলোচনায় উঠে আসে। ভারতীয় মেডিকেল ভিসা বন্ধ হওয়ায় বহু রোগীকেই ভোগান্তিতে পড়তে হয়েছে।

২০২৫ সাল চট্টগ্রামের জন্য যেমন চ্যালেঞ্জের ছিল, তেমনি সম্ভাবনারও। বছরজুড়ে সংঘটিত নানা ঘটনা চট্টগ্রামের জনজীবন, সংস্কৃতি, অর্থনীতি ও নিরাপত্তার দিক দিয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বিদায়ী বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীর চট্টগ্রাম আরও পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হয়ে উঠবে বলে নগরবাসী প্রত্যাশা করে।

 

পূর্ববর্তী নিবন্ধপেশা ব্যবসা, ব্যাংকে আবু সুফিয়ানের আছে ২ লাখ ৩৩ হাজার টাকা
পরবর্তী নিবন্ধরূপসা গ্রুপের এমডির বিরুদ্ধে দুদকের মামলা