গ ইউনিটে উপস্থিতি ৯৮%

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষা ।। খ ইউনিটের পরীক্ষা আজ

চবি প্রতিনিধি | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ থেকে ঢাবিতে ভর্তিচ্ছুদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত এবং বহুনির্বাচনি উভয় পদ্ধতিতেই অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় মোট ৩ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৩ হাজার ৯১৯ জন। অনুপস্থিত ছিলো ৬৭ জন। উপস্থিতির হার ৯৮.৩২%। আজ শনিবার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চবির নতুন ও পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা চলবে। এই ইউনিটে অংশ নিবেন ৩ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী। এদিকে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। হালিশহর থেকে আসা অনিক নামে এক ভর্তি পরীক্ষার্থী বলেন, কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হওয়ায় ভালো হয়েছে। যাতায়াতে কোনো সমস্যা হয়নি। পরীক্ষার হলেও সব ঠিকঠাক ছিলো। কক্সবাজার থেকে পরীক্ষা দিতে আসা রাকিব মাহমুদ বলেন, ঢাবির পরীক্ষা চবিতে হওয়াতে আমাদের কষ্ট করে দূরে ঢাকাতে যেতে হয়নি। আমি চট্টগ্রাম শহরেই ভর্তি কোচিং করছিলাম। শহর থেকে চবিতে এসে তেমন কোনো ভোগান্তি ছাড়াই পরীক্ষা দিতে পেরেছি।

রাঙ্গুনিয়া থেকে মেয়েকে নিয়ে আসা অভিভাবক আবছার কামাল বলেন, চবিতে পরীক্ষা হওয়ার কারণে ঢাকায় যাওয়ার ভোগান্তি থেকে বেঁচে গিয়েছি। তাছাড়া দিনে পরীক্ষা দিয়ে দিনেই মেয়েকে নিয়ে বাড়ি চলে যেতে পারব। এতে করে থাকা খাওয়া ঝামেলা ও নিরাপত্তা নিয়েও কোনো প্রকার টেনশন রইল না। উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় ‘গ’ ইউনিট ভর্তি কমিটির চবি কোঅর্ডিনেটর চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিট চট্টগ্রাম অঞ্চলের কোঅর্ডিনেটর ড. আশীষ তালুকদার, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, পরীক্ষা চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ সময় পরবর্তী পরীক্ষাগুলোতে যদি কেউ অসদুপায় অবলম্বন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন তিনি।

প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি সামনের পরীক্ষাগুলোও ভালোভাবে সম্পন্ন হবে। এছাড়া ছাত্রী ও মহিলা অভিভাবকদের জন্য দেশনেত্রী শেখ হাসিনা হল, শামসুন্নাহার হল এবং প্রীতিলতা হলে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন শাটল ট্রেনের শিডিউল পরিবর্তন করা হয়েছে।

শাটল ট্রেনের সূচি : ভর্তি পরীক্ষার সময় শাটল ট্রেনের শিডিউলচট্টগ্রাম বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ট্রেন ছাড়বে সকাল ৭টা ৫০ মিনিট এবং ৮টা ৫০ মিনিটে। ট্রেন দুটি ক্যাম্পাসে পৌঁছাবে যথাক্রমে ৮টা ৪৫ মিনিট এবং ৯টা ৪৫ মিনিটে। এছাড়া বিকাল ৩টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশে আরও দুটি ট্রেন ছেড়ে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে শহরের উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিট এবং ২টা ১৫ মিনিটে। এছাড়া রাত ৯টা ৩০ মিনিটে আরেকটি ট্রেন শহরের উদ্দেশে ছেড়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিযোগী অনেক, স্বপ্ন বহুদূর
পরবর্তী নিবন্ধচবি ছাত্রলীগের দুই নেতার ওপর হামলাকারী ২ সন্ত্রাসী গ্রেপ্তার