বিলুপ্তপ্রায় বন্যগরু গয়াল লালন পালন ও গৃহপালিত পশু হিসেবে প্রচলিতকরণ, প্রদর্শনী খামার স্থাপনে উদ্বুদ্ধকরণে মমতার উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বান্দরবানের সুয়ালক এলাকায় প্রকল্পের উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পের বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাজাদী রফিক, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহকারী পরিচালক, প্রাণিসম্পদ কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকসহ অন্যরা। এসময় মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, গয়াল পালনের মাধ্যমে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এছাড়া এটি বাণিজ্যিকভাবে পালনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ লাভ করবে। প্রেস বিজ্ঞপ্তি।












