গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২১তম সেতুবন্ধন ফুটবল টুর্নামেন্ট গত ৭ জুলাই শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় জয়লাভ করে ৫নং ওয়ার্ড দল। গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ্। মো. জাহেদ চৌধুরী রিপন এবং আবু সাঈদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এনাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাফর, ডা.বখতেয়ার আলম চৌধুরী, আবু সাইদ মো. হাসান, মো. নাঈম উদ্দিন চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, মো. মহিউদ্দিন চৌধুরী মুরাদ, মো. ওবায়দুল্লাহ চৌধুরী টিপু, মো. মাসুদ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন মনচুর মেম্বার, শফি মেম্বার, এসকান্দর মেম্বার, ফোরকান মেম্বার, কাজী নাছির উদ্দীন, জহির আহমদ, খায়রুল বশর, আবুল কাশেম, ইমাম হোসেন শাহীন, মোশাররফ হোসেন চৌধুরী, হুমায়ুন, জাহেদুল ইসলাম, মোজাম্মেল হক, মাহবুব, শহীদ চৌধুরী, হুমায়ুন কামাল বাবর, জিয়াউল হক, মাসুদ হাসান, ইউছুপ, সালাউদ্দিন, সাকলাইন, রাকিব, আজিজ, মুন্না, বাবু, আরিফ, মুহিন, আবদুল কাদের, রাজু, সৌরব, তামিম প্রমুখ।












