গ্লোবাল সুপার লিগে প্রথম জয় পেলো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

আগের দুই ম্যাচে জয়ের সুযোগ তৈরি হলেও জিততে পারেনি রংপুর রাইডার্স। তৃতীয় ম্যাচে এসে আর ভুল করেনি তারা। অবশেষে গ্লোবাল সুপার লিগে দেখা পেয়েছে অধরা সেই জয়ের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর।

আগে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায়। ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিশেষ করে কামরুল ইসলাম রাব্বির পেসে বিপর্যস্ত হয় তারা। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে রংপুরের জয়ের নায়ক রাব্বি। ৫ ওভারে ২৭ রান তুলতে ৫ উইকেট হারানো ওয়ারিয়র্সের হয়ে ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুডাকেশ মোটি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোটিকে ফিরিয়ে জুটি ভাঙেন শেখ মেহেদী হাসান। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। সোহান ১৫ এবং রিশাদ হোসেন করেন ১০ রান। হারমিত সিং করেন ১১ রান। এছাড়া সৌম্য সরকার ২,মেহেদি হাসান ৩ এবং সাইফ হাসান ৮ রান করেন। গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোটি। রংপুরের এই জয়ে ফাইনালে ওঠার লড়াই পৌঁছে গেছে প্রাথমিক পর্বের শেষ দিনে। কাগজেকলমে সম্ভাবনা টিকে আছে আসরের পাঁচ দলেরই।প্রাথমিক পর্বের শেষ দিনে দুটি ম্যাচ। চার পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়া লড়বে দুই পয়েন্ট পাওয়া হ্যাম্পশায়ারের বিপক্ষে, পরে রংপুরের প্রতিপক্ষ চার পয়েন্ট পাওয়া লাহোর কালান্দার্স। ফাইনালে উঠতে হলে রংপুরকে শুধু জিতলেই চলবে না, রান রেটের কঠিন সমীকরণও মেলাতে হবে। তবে তাদের ম্যাচটি শেষে থাকায় রান রেটের সমীকরণ জেনেই মাঠে নামার সুবিধা তারা পাবে। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় রংপুরের ম্যাচ। ফাইনাল শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

পূর্ববর্তী নিবন্ধতালেবান সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন রশিদ-নবি
পরবর্তী নিবন্ধআইসিসির নভেম্বর সেরার লড়াইয়ে বাংলাদেশের শারমিন