গ্লোবাল মেমন অর্গানাইজেশনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

গ্লোবাল মেমন অর্গানাইজেশনের উদ্যোগে বিশ্ব নারী দিবসকে সামনে রেখে চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জি এম ও এর ভাইস প্রেসিডেন্ট ফায়সাল মুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট মো: আকতার হোসেন, বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজি হানিফ কাগড়ি, আবেদ হাডা, প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন মোঃ রফিক, মো: ফারুক, বিশেষ আলোচক হিসাবে ছিলেন মো: ইরফান গানােদওয়ালা, অতিথি হিসাবে ছিলেন জুবায়ের মুন, মোঃ হারুন কাদেরি, ডা: সৈয়দ আনজারুল হক ইমরানসহ অনেকে। আর উপস্থাপিকা ছিলেন সালমা রাজা। অনুষ্ঠানে নারী দিবস উপলক্ষে কেক কাটা হয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ, গুণীজন সম্মাননাসহ অনেকের মাঝে উৎসাহ মূলক পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতাওহীদুল উম্মাহ মাদ্রাসার পাগড়ি ও সনদ প্রদান
পরবর্তী নিবন্ধরমজানে গরিব প্রতিবেশীদের সাথে ভাগ করে খাবেন : হেলালী