সবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করল বাংলাদেশ দল। এরই মধ্যে একাধিক ক্রিকেটার ছুটছে বিভিন্ন দেশে। যাদের মধ্যে অল রাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার লিটন দাস কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক গ্লোবাল টি–টোয়েন্টি লিগে এবারের আসরে খেলবেন। আগামীকাল ২০ জুলাই থেকে আসরটি শুরু হওয়ার কথা রয়েছে। তাই আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার মুহুর্ত থেকেই ভক্ত ও সমর্থকদের উন্মুখ অপেক্ষা, কবে কখন কানাডা খেলতে যাবেন সাকিব আল হাসান এবং লিটন দাস। গতকালই কানাডা চলে গেছেন লিটন দাস। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে বিমানে উঠেন লিটন। এবার কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগে ‘সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন। সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও অ্যালেঙ হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রপ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো নামী ক্রিকেটাররা রয়েছেন।