তিন দিনব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশন গতকাল বৃহস্পতিবার নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এক্সিবিশন উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, নারীরা এখন সমাজে আর পিছিয়ে নেই। সবক্ষেত্রে পারদর্শী। ঈদ কেবল এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এখন আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক উদযাপনের গুরুত্বপূর্ণ উপাদান। আর, ঈদ আনন্দের এক বড় অনুষঙ্গ নতুন পোশাক।
এই উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সেরা সব ঈদ পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পেয়েছেন দেখে আমি আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন রেডিসন ব্লু বে ভিউর সিও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী (অব.), এফবিসিসিআইর পরিচালক ডা. মুনাল মাহবুব,
এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির লেকচারার আনিকা নওরিন, মুন্নু সিরামিকের হেড অফ ব্র্যান্ড এবং রিটেইল অপারেশন খন্দকার ফয়েজ আহমেদ, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সেলিম। এ এক্সিবিশনের
আয়োজক এমএন্ডএম বিজনেস কমিউনিকেশন। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এই এক্সিবিশন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।