সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না–মঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত পাড়ায় তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আট আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তারা হলেন, পার্থ চক্রবর্তী, অপূর্ব শীল, উজ্জ্বল দাশ প্রকাশ জনি দাশ, অপু চন্দ্র সাহা, নিলয় দাশ, দ্রুব দাশ, মো. দেলোয়ার হোসেন ও মো. নুরু। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ ৮ আসামির রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তাদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
এদিকে পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৯ আসামিকে আদালত সম্মুখে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে। ৯ আসামি হলেন, আমান দাস, রুমিত দাশ, নয়ন দাশ, গগন দাশ, বিশাল দাশ, সুমিত দাশ, সনু দাশ মেথর, দূলর্ভ দাশ ও রাজিব ভট্টাচার্য্য। পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে শ্যোন অ্যারেস্ট দেখানোর এ আদেশ দেন। নগর পুলিশের এসআই (প্রসিকিউশন) মো. জাফর ও আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, চিন্ময় দাসের জামিন না মঞ্জুরকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুনের ঘটনায় কোতোয়ালী থানায় পাঁচটি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে পুলিশ বাদী হয়ে ৭৯ জনের নামে তিনটি, আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নামে একটি ও তার ভাই বাদী হয়ে ১১৬ জনের নামে একটি করে মামলা দায়ের করেছেন।