ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে রিমান্ডে চেয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের করা আবেদন শুনানির জন্য রোববার দিন ধার্য্য করা হয়েছে। গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার দুটি আদালত পৃথকভাবে এই আদেশ দেয়। খবর বিডিনিউজের।
মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় বলেছেন, মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুইজনকে আলাদাভাবে আদালতে হাজির করা হয়।