গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি নগর যুবদলের

বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের ছোট ভাই ব্যবসায়ী আশরাফুল হোসাইন আকাশ, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পাঁচলাইশ থানা যুবদল নেতা ইমতিয়াজ নিশান, বায়েজীদ থানা যুবদল নেতা হাবিবুর রহমান, মো. মাসুদ, মো. সোহেল, হালিশহর থানা যুবদল নেতা রাসেল করিম রিপন, মো. মোজাফফর, ইপিজেড থানা যুবদল নেতা তরিকুল ইসলাম ইমন, আকবর শাহ থানা যুবদল নেতা নুরুল আফসার নয়ন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল সদস্য মো. সুমন, ৮ নং শুলকবহর ওয়ার্ড যুবদল নেতা ইস্কান্দার মির্জা ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ দিদারসহ গত এক সপ্তাহে চট্টগ্রাম মহানগরীতে যুবদলের প্রায় অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতশত নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়। দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

গতকাল যৌথ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপির উপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। কারফিউ জারি করার মাধ্যমে জনগণকে চরম ভোগান্তির শিকার করা হয়েছে। নেতৃদ্বয় অবিলম্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেপ্তারকৃত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের কারবালা দিবস পালন
পরবর্তী নিবন্ধসত্যনারায়ণ সেবাশ্রমের অভিষেক