গ্রেপ্তার দুই আসামি ৫ দিনের রিমান্ডে

কক্সবাজারে জমি অধিগ্রহণে অনিয়ম

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে জমি অধিগ্রহণ মামলায় দুদকের হাতে গ্রেপ্তার ইদ্রিস সিআইপি ও এডভোকেট নূরুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহরের বাহারছড়া ছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুদুকের একটি দল। এরপর গতকাল বুধবার আদালতে তুলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। জমি অধিগ্রহণে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ, মানি লন্ডারিংয়ের অভিযোগে ইদ্রিস সিআইপি ও এডভোকেট নূরুল হককে গ্রেপ্তার করে দুদকের একটি দল। পরে দুই আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন পাশ হলেও বুধবার দুপুরে আইনজীবী নেতাদের জিম্মায় জামিন পান এডভোকেট নুরুল হক। তবে তাকে সমিতি কার্যালয়ে যথারীতি জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক শরীফউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধশিল্পোন্নয়নের পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ জরুরি
পরবর্তী নিবন্ধশিকলবাহায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ