বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্জয় বিশ্বাস দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হল– মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মাতারবাড়ি এলাকার ট্রলার মালিক বাইট্টা কামাল ও ৪ নম্বর আসামি ট্রলার মাঝি করিম সিকদার। আগেরদিন মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। এজাহারে উল্লেখ করা মামলার অপর দুই আসামি হল– মাতারবাড়ির আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কক্সবাজার সদর থানার পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, ১০ খুন মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুরে কঙবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চংগ্যার আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, আদালতের আদেশ পাওয়ার পর বুধবার থেকেই আসামিদেরকে রিমান্ডে আনা হচ্ছে। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত অপর দুই আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারেও পুলিশের পাঁচটি দল মাঠে রয়েছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি ট্রলার থেকে গত রোববার ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার হয়। এই ঘটনায় গত মঙ্গলবার বিকেলে চারজনের নাম উল্লেখসহ মোট ৬৪ জনকে আসামি করে কঙবাজার সদর থানায় একটি মামলা করেন নিহত ট্রলার মালিক শামসুল আলম প্রকাশ শামসু মাঝির স্ত্রী রোকেয়া বেগম।