গ্রেপ্তার এড়াতে ৩ বছর আত্মগোপন, ৫ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদের কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকা থেকে চুরি, ছিনতাইসহ ৫ টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. ফারুক প্রকাশ তারেক। তিনি রাউজানের লাম্বুরহাট এলাকার সওদাগর পাড়ার বাসিন্দা।

গত মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, নগরীর কোতোয়ালী, জেলার রাউজান ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৫টি মামলার আসামি ফারুক। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৩ বছর চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন ছিলেন তিনি। গ্রেপ্তার পরবর্তী ফারুকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআমদানি প্রচুর, রমজানে সংকট হবে না ভোগ্যপণ্যের
পরবর্তী নিবন্ধসয়াবিনের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দামে বিক্রি ছয় প্রতিষ্ঠানকে জরিমানা