নগরের হালিশহর এলাকা থেকে দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকা মো. মোস্তফা মিয়া প্রকাশ মোস্তফা মেকার (৫৫) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গতকাল মঙ্গলবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোস্তফা ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর মাদ্রাজ এলাকার মৃত আবু বক্কর মুন্সীর ছেলে।
র্যাব জানায়, ২০০৮ সালে হত্যার হুমকিসহ একজনকে আঘাতের অভিযোগে ভোলা জেলার চরফ্যাশন থানায় মামলা রুজু হয়। ওই মামলার বিচার কার্যক্রম চলাকালে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৬ বছর যাবৎ চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে।










