বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন আরেকটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে শুরু করেছে সরকার। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। তাই হারানো গণতন্ত্র ফিরে পেতে যেকোনো মূল্যে বান্দরবানের জনসমাবেশ সফল করতে হবে। মামলা হামলা গ্রেপ্তার উপেক্ষা করে আমাদের প্রস্তুতি নিতে হবে। তিনি গতকাল রবিবার বান্দরবান সার্কিট হাউস সড়কস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ২৬ মে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত বান্দরবান জেলার জনসমাবেশ সফল করার লক্ষে বান্দরবান জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বান্দরবান জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বাবু লুসাই মং, জেলা বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদর পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ছরোয়ার জামাল, চনু মং, মাও সেতুং, জিংসমলিয়ান বম, ইদ্রিস মিয়া, জহির উদ্দিন মাসুম, এ্যাড. মো. আলমগীর, এ্যাড. উম্যাচিং, আরিফ ইসলাম চৌধুরী, মো. ইউনুস, নুরুল কবির, মো. শহীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।