দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার পর তাকে গ্রেপ্তারে যে পরোয়ানা জারি হয়েছিল, তা কার্যকরে বাধা দেওয়ার চেষ্টাসহ একাধিক অভিযোগে শুক্রবার এ রায় এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত বলেছে, ২০২৪ সালের ডিসেম্বরে মার্শাল ল ঘোষণার কারণে ইউনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তা কার্যকরে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হয়েছেন। খবর বিডিনিউজের।
সরকারি নথিপত্র জাল ও মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়া ইউনের বিরুদ্ধে এটাই প্রথম কোনো রায় হল। তিনি চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।












