গ্রেপ্তারের পর কারাগারে হেভেন সিটি সেন্টারের রেস্তোরাঁ মালিক

প্রতারণার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার নগরীর অলংকার মোড়স্থ হেভেন সিটি সেন্টারের অভিজাত রেস্তোরাঁ ‘সানসিটি’র মালিক কবির আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে বন্দর থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, কবির আহমেদ নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের মৃত সালেহ আহমেদের পুত্র। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজয়শঙ্কর এগিয়ে এসে বললেন, আমি আপনাকে চিনতে পেরেছি : পাকিস্তানের স্পিকার
পরবর্তী নিবন্ধমহানগর ও উপজেলার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা