ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের মামলায় গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা–সিইও সিমিন রহমানকে জামিন দিয়েছে আদালত। তার আগে এই দুইজনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহনাজ রহমান ও সিমিন রহমান। শুনানি নিয়ে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন। খবর বিডিনিউজের।
তার আগে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
পরোয়ানার অপর আসামি হলেন– ট্রান্সকম গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।












