গ্রেনেড হত্যায় নিহতের স্মরণে রেলওয়ে শ্রমিক লীগের মোমবাতি প্রজ্বলন

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

২১ আগস্ট গ্রেনেড হত্যা ও হামলা স্মরণে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ করেছে রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। টাইগারপাস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকিব মোল্লা। খায়রুজ্জামান লিটনের সঞ্চালনায় স্মরণ সভা ও প্রতিবাদী মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী।

প্রধান বক্তা ছিলেন রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, ওয়াসা শ্রমিকলীগ নেতা শাহাজাহান রতন, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহিল সিরাজ, রেল শ্রমিক লীগ নেতা গাজী জাকারিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম হোসেন উজ্জ্বল, মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, আজাদ হোসেন, আনোয়ার হোসেন, শ্রমিকনেতা আবদুল করিম, এস এম জাহাঙ্গীর, মো. রফিক, শেখ জামাল প্রমুখ। এতে প্রধান অতিথি শফর আলী বলেন, অতীতের আন্দোলন সংগ্রামে আমাদের শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম। সেই ভূমিকা আগামী দিনেও নির্বাচনে রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভা