গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৪১ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের প্রবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির (জিএমসিএস) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৮ মেয়াদের জন্য গত ১৮ জানুয়ারি স্থানীয় জিএমবিএ হলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লোকমান চৌধুরী, আলাউদ্দিন হোসাইন ও নিজাম উদ্দিন। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন ইয়াকুব ও এহসান শাহ। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এ সময় সমিতির সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। একটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সাইফুল ইসলাম পলাশ, জাহিদ করিম শাহ, আব্দুল কাদের, মোহাম্মদ মহিউদ্দিন ও ইমরান। অপর প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ খায়রুজ্জামান জাদু, মনির হোসেন রিপন, এনামুল হক, কুতুবউদ্দিন ও আযম চৌধুরী।

সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ খায়রুজ্জামান জাদু চেয়ারম্যান, মনির হোসেন রিপন সেক্রেটারি, এনামুল হক ভাইস চেয়ারম্যান, কুতুবউদ্দিন জয়েন্ট সেক্রেটারি এবং আযম চৌধুরী ট্রেজারার পদে নির্বাচিত হন।

নির্বাচনী ফলাফল ঘোষণাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিএমসিএস-এর সিনিয়র সদস্য মোহাম্মদ নাছের, মীর শহীদ, হুমায়ুন আকবর, মহিউদ্দীন হোসেন, ইব্রাহীম খলীল, ও শোয়াইব আহমেদ জগনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল খান এমপি, মান্নান খান চেয়ারম্যান (জিএমবিএ) এবং বিশিষ্ট ব্যবসায়ী হান্নান।

নির্বাচিত চেয়ারম্যান ও সেক্রেটারি তাদের বক্তব্যে সমিতির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটি গঠন
পরবর্তী নিবন্ধএস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু