গ্রেটার চিটাগাং রোটারি ক্লাবের সড়ক নিরাপত্তা সচেতনতা সেমিনার

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:২৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে গতকাল শনিবার সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি মো. জামালউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মোসলেম। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ আকবর হোসেন, এমদাদুল আজিজ চৌধুরী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ বেলাল,জাহাঙ্গীর বাদশা, শওকত আকবর, ফারিয়া তাবাস্‌সুম চৌধুরী, মো. ইউসুফ আলী, শেখ ফরিদ, এম এ মতিন, মোঃ মাসুদ, আহমেদ ইসমাইল, নাঈম হাসান, বাতেন, ইফতি, কাউছার, অর্পণ প্রমুখ। বক্তারা বলেন, সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সেইফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে নিরাপদ সড়ক সংক্রান্ত আলাদা আইন প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই। এসব পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশারদীয় দুর্গোৎসবে বস্ত্র ও অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গাউছে মুখতার কনফারেন্স