গ্রেটার চিটাগং রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

সাবেক রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেছেন, অক্সিজেন কতটা প্রয়োজন তা আমরা করোনাকালীন সময়ে বুঝতে পেরেছি। অক্সিজেনের প্রধান উপাদান বৃক্ষ। এটি প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করে। সুস্থ, সবল শরীর নিয়ে বাঁচতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি গতকাল শনিবার রোটারি ক্লাব গ্রেটার চিটাগং এর উদ্যোগে নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ। বক্তব্য রাখেন রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসাইন, এম এ মতিন, অ্যাডভোকেট পাপড়ি সুলতানা, লায়ন শাহ আলম বাবুল, লায়ন ওসমান গনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন আবদুল আজিজ
পরবর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির অনুদান প্রদান