গ্রুপ থিয়েটার উৎসবের ৬ষ্ঠ দিনে নাটক ‘ইজ্জত’ মঞ্চস্থ

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ও শান্তনু বিশ্বাস স্মৃতি পর্ষদের উৎসব সৌজন্যে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ১৭ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব ২০২২’ -এর ৬ষ্ঠ দিনে মিলনায়তনে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করে নাটক ‘ইজ্জত’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফুল ইসলাম, সিরাজুম মনিরা স্বর্ণা, মীর রেজুয়ান হোসেন, শফিক সোহাগ, নিমাই মোহন্ত, তনয় রাজ মজুমদার, আসিফ নেওয়াজ, সুপন দেবনাথ ও মুসতাকিন বিল্ল্যা।

এর আগে নাট্যকর্মী জুয়েনা আফসানা জমির উপস্থাপনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে ‘একুশ আবৃত্তি কেন্দ্র’ পরিবেশন করে দলীয় আবৃত্তি। অনুষ্ঠানে উৎসব ঘোষণা পাঠ করেন নাট্যকর্মী ইনান ইলহাম। আজ উৎসবের ৭ম দিনে সন্ধ্যা ৭টায় মিলনায়তনে ‘উত্তরাধিকার’ পরিবেশন করবে নাটক ‘ফুলকুমারী’।

সন্ধ্যা ৬টায় দলীয় নৃত্য পরিবেশন করবে ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট, শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য-পদক প্রদান অনুষ্ঠান এবং নাটকের গান পরিবেশন করবে কালপুরুষ নাট্য সম্প্রদায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভয়কে জয় করার গল্পের সিনেমা ‘পায়ের ছাপ’
পরবর্তী নিবন্ধ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ কলকাতায় যৌথভাবে সেরা