‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪’ শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের নাট্য আন্দোলনের যুগোত্তীর্ণ ইতিহাসের স্বল্প পরিসরটুকু সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল হয়েছে বাঁক ঘুরে চড়াইউতরাই পেরিয়ে, পর্যায়ক্রমিক উৎক্রমণের মধ্য দিয়ে নাট্য কর্মীদের নিরন্তর পদযাত্রায়। স্বৈরাচার তাদের দমাতে পারেনি। বুলেট তাদের থামাতে পারেনি। নিপীড়ন তাদের রুখে দিতে পারেনি। মাথা উঁচু করে, বুক টান করে চলবার আকাঙ্ক্ষাই তাদের অদম্য করেছে। সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনে এই দেশের নাট্য ও সংস্কৃতি কর্মীদের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের গ্রুপ থিয়েটার চর্চার বৃহত্তম নাট্যমোর্চা চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪’। উৎসবের উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামের সম্মুখ থেকে। নাট্য উৎসবে ২২ ফেব্রুয়ারি প্রতিনিধি নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘অপেক্ষা’, ২৩ ফেব্রুয়ারি অ্যাঁভাগার্ড পরিবেশন করবে নাটক ‘চে’, ২৪ ফেব্রুয়ারি কালপুরুষ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘ইতি প্রীতিলতা’, ২৬ ফেব্রুয়ারি কথক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘অস্পৃশ্য’, ২৭ ফেব্রুয়ারি মঞ্চমুকুট নাট্য গোষ্ঠী পরিবেশন করবে নাটক ‘হতজ্ঞান’, ২৮ ফেব্রুয়ারি উত্তরাধিকার পরিবেশন করবে নাটক ‘মৃত্যুপাখি’, ২৯ ফেব্রুয়ারি গণায়ণ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘জুলিয়াস সিজার’, ১ মার্চ অঙ্গন থিয়েটার ইউনিট পরিবেশন করবে নাটক ‘বদলি’, ২ মার্চ অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘কবি’, ৩ মার্চ নাট্যাধার পরিবেশন করবে নাটক ‘পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’, ৪ মার্চ প্রসেনিয়াম পরিবেশন করবে নাটক ‘নোরা কই যায়’, ৫ মার্চ থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে নাটক ‘অন্তর্দাহ’, ৬ মার্চ তির্যক নাট্য গোষ্ঠী পরিবেশন করবে নাটক ‘অতঃপর’।

এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে পরিবেশিত হবে দলীয় নৃত্য, বৃন্দ আবৃত্তি, পথ নাটক, দলীয় সঙ্গীত, মুকাভিনয়, পাপেট শো এবং ১ মার্চ অনুষ্ঠিত হবে ‘শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক’ প্রদান অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধকৃষি জমির টপসয়েল কর্তন, ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ‘দেশ ও জাতির জন্য কাজ করতে প্রস্তুত থাকতে হবে স্কাউট গার্ল গাইডদের’