চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ২২ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ১৩ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের সমাপনী দিন গতকাল বুধবার মিলনায়তনে মঞ্চস্থ হয় থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের নাটক ‘অন্তর্দাহ’। শ্যামাকান্ত দাশের পরশমণি অবলম্বনে ‘অন্তর্দাহ’ নাটকটি রূপান্তর, সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। একান্ত জীবন ধারণের জন্য বাধ্য হয়ে সভ্যতা ও মূল্যবোধ বিবর্জিত দেহ বিক্রির মতো ঘৃণ্য কর্মে লিপ্ত অসহায় রূপজীবীদের সুখ–দুঃখ ও জীবনাকাঙ্ক্ষার শিল্পিত নাট্য–প্রয়াস ‘অন্তর্দাহ’।
রাষ্ট্রের ব্যর্থতা, অর্থনৈতিক অব্যবস্থা আর সামাজিক অবক্ষয় থেকে জন্ম নেয়া এমনই রূপজীবী ডুগডুগির মর্মস্পর্শী জীবন–কাহিনি আমাদের বোধের দুয়ারে আঘাত করে বৈকি! মুখোশের আড়ালে জমে ওঠা সহানুভূতি আর আশ্বাস শুধু নয়, স্থায়ী পুনর্বাসন এবং নারীর প্রকৃত ক্ষমতায়ন কতটা জরুরি সেই বার্তা ধ্বনিত হয় এই নাটকে।
নাটকটিতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম, ইয়াছমিন আক্তার, মীর রেজুয়ান হোসেন, নাজিম উদ্দিন মামুন, জুয়েনা আফসানা জেমী, টিটু কুমার দাশ, নিমাই মোহন্ত, তাসলিমা ইরিন, তাপস শেখর, জয়দ্বীপ দাশ ও সুপন দেবনাথ।
এর আগে সন্ধ্যে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে নিক্কন একাডেমি এবং সংগীত পরিবেশন করে প্রিয়ন্তী দাশ পৃথা ও পার্থ সেন।
মিলনায়তনে নাটক মঞ্চায়নের পর উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন সাইফুল আলম বাবু, নাট্যজন শুভ্রা বিশ্বাস ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল। প্রেস বিজ্ঞপ্তি।












