গ্রুপ থিয়েটার উৎসবে মঞ্চস্থ ‘হিড়িম্বা’

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে গ্রুপ থিয়েটার উৎসবের ১০ম দিন গতকাল ৩মার্চ২৪ মিলনায়তনে মঞ্চস্থ হয় নাট্যাধারনাটক ‘হিড়িম্বা’। রুবাইয়াৎ আহম্মদের আখ্যান এবং মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত ‘হিড়িম্বা’ নাটকে দেখা যায় মহাভারতের এক অনালোচিত নাট্য চরিত্র হিড়িম্বাকে। রাক্ষসগোত্রীয় নারী চরিত্র হওয়ায় তার প্রতি যে প্রবঞ্চনা করা হয়েছিল সেসময়ে, সমকালীন নারীর প্রতি আনুপূর্বিক এক নিগ্রহের তুলনামূলক পর্যালোচনাধর্মী আত্মকথনই চিত্রিত হয়েছে বর্ণিত আখ্যানে। যার মধ্য দিয়ে বর্তমান সময়ের নারীদের প্রতি বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া নারীদের জন্য সৃষ্ট জীবন যন্ত্রণার যে স্বরূপ বহমান তা ফুটিয়ে তোলা হয়েছে বহুমাত্রিক কথপোকথনের নাট্য কাঠামোয় এই আখ্যানে। সমকালীন নারীদের প্রতি সৃষ্ট প্রবঞ্চনার নাটকীয় উপস্থাপনার মাধ্যমে নারী অধিকার নিশ্চিতকরণের স্বপক্ষে সচেতনতা সৃষ্টিতে প্রচেষ্টা চালানো হয়েছে নাট্যাখ্যানটিতে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ জসীমউদ্দিন আহমেদ, নাদিরা সুলতানা হেলেন, মাসুদ আহমেদ, নাসরিন সরওয়ার মেঘলা, মোহাম্মদ রাসেল, বিপ্লব দাস, সুযশ চৌধুরী, রুবেল চৌধুরী, কাসিফ মাহমুদ ও মৈত্রী চৌধুরী। এর আগে নাট্যকর্মী অনিবার্ণ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চের অনুষ্ঠানে সন্ধ্যে সোয়া ৬টায় দলীয় নৃত্য পরিবেশন করে চট্টল কুঁড়ি ও দীপশিখা নৃত্য গোষ্ঠী।

আজ ৪মার্চ সন্ধ্যে সোয়া ৭টায় মিলনায়তনে নাটক ‘অতঃপর’ পরিবেশন করবে তির্যক নাট্য গোষ্ঠী। আর সন্ধ্যে সোয়া ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে মুক্তনাটক ‘আদাব’ পরিবেশন করবে মঞ্চমুকুট নাট্য গোষ্ঠী। দলীয় সঙ্গীত পরিবেশন করবে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম। আর দলীয় নৃত্য পরিবেশন করবে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় আসছে মিথিলার নতুন সিনেমা
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া ফিরে যাওয়া নিয়ে মুখ খুললেন শাবনূর